আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ শেষ

ভারতে চলমান ১৭তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে রোববার । সাতটি প্রদেশ ও একটি ইউনিয়ন ভূখণ্ডের ৫৯টি আসনে এই ভোটগ্রহণ হয় ।

শেষ ধাপের ভোটগ্রহণে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯১৮ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর ভাগ্য নির্ধারণে ১০ কোটির বেশি ভোটার ভোট দেবেন।

এদিন বিহারের আটটি, হিমাচলের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, মধ্যপ্রদেশের আটটি, পাঞ্জাব ও উত্তর প্রদেশের প্রতিটিতে ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি ও চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।

এই শেষ ধাপের ভোটগ্রহণে সবার দৃষ্টি বারানসির দিকে। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে সমাজবাদী দল থেকে শালিনি যাদব, কংগ্রেস থেকে অজয় রায় এবং নিরপেক্ষ প্রার্থী আতিক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত নির্বাচনে এই আসনে নরেন্দ্র মোদি তিন লাখ ৭০ হাজার ভোটের ব্যবধানে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন।

ভারতের নির্বাচন কমিশন গত ১০ মার্চ দেশটির ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। ১১ এপ্রিল প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর ১৮ এপ্রিল দ্বিতীয়, ২৩ এপ্রিল তৃতীয়, ২৯ এপ্রিল চতুর্থ, ৬ মে পঞ্চম ও ১২ মে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান পার্লামেন্টের মেয়াদ ৩ জুন শেষ হবে।