নবকুমার: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ রবিবার। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা। নারায়ণগঞ্জের ৫ টি সংসদীয় আসনে ভোট কেন্দ্র রয়েছে ৭৪৪ টি। তার মধ্যে ঝুকিতে রয়েছে ৪১৪ টি। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে নির্বাচনে নারায়ণগঞ্জে মোট ২০লক্ষ ৩৪হাজার ২শ ৪৫ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। তার মধ্যে নারী ভোটার রয়েছে ১০ লক্ষ ১শ৭৬ জন।
নারায়ণগঞ্জে ১৫ টি প্রতীকে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নারায়ণগঞ্জে মূল লড়াই হবে আওয়ালীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের সাথে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের। নারায়ণগঞ্জে নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন তিন জন। লাঙল প্রতীক নিয়ে লড়াই করছেন ২ জন। ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন ৫ জন প্রার্থী।
নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে মাঠ দখলে রেখে আওয়ামীলীগের প্রার্থীরা। মামলার ভরে মাঠে নামতে পারে নাই বিএনপি। ক্ষমতাসীন দলের প্রার্থীর বর্তমান সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন। ভোট চেয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারে নাই।
আজ কের নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে নারায়গঞ্জের পরবর্তী ৫ বছরের নেতৃত্ব।
নারায়ণগঞ্জ বাসি অধির আগ্রহে ভোট প্রয়োগের অপেক্ষায় রয়েছে। ভোট গ্রহন সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। প্রার্থীরা রয়েছে তাদের তাদের কাঙ্খিত ফলাফলের অপেক্ষায়।
নারায়ণগঞ্জ ১ ( রূপগঞ্জ ) আসনে আওয়ালীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সাথে লড়াই হবে বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামানের। তবে মাঠের লড়াইয়ে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তবে জয়ের পাল্লা ভারী থাকবে গোলাম দস্তগীর গাজীর। রূপগঞ্জে বিএনপির একটি অংশ গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছে।
নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার ) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাবুর সাথে লড়াই হবে বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদের। তবে মাঠে প্রচারণায় এগিয়ে ছিলেন নজরুল ইসলাম বাবু।
নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনে নানা নাটকীয়তার পর মূল লড়াই হবে মহাজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার সাথে বিএনপি সমর্থিত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নানের ।
নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানের সাথে মূল লড়াই হবে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত জমিয়াতুল ইসলামের প্রার্থী আবুল কাশেমীর। তবে জয়ের পাল্লা ভারী থাকবে শামীম ওসমানের।
নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনে মহাজোটের প্রার্থীর সেলিম ওসমানের সাথে লড়াই হবে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত নাগরিক ঐক্যের প্রার্থী এস.এম আকরামের।
মাঠের লড়াইয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের চেয়ে ক্ষমতাসী মহাজোটের প্রার্থীরা এগিয়ে ছিলো।তবে বড় দুই জোটের প্রার্থীরা ব্যালটের ফলাফলের অপেক্ষায় রয়েছে ।