আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ কাঞ্চনে চতুরমুখী ভোট যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক:
আজ কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এবারের নির্বাচন মেয়র পদে লড়াই হবে চতুরমুখী । তার মধ্যে বিএনপির ভোট ৩ ভাগে ভাগ হবে। আর আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় স্বাভাবিক ভাবে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) আওয়ামীলীগের সকল ভোট পাবেন। বিএনপির ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা (নারিকেল গাছ), কাঞ্চন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া (জগ) ও নারায়ণগঞ্জ জেলা যুব দলের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমিরুল ইসলাম ইমন (মোবাইল ফোন) । বিএনপির কোন প্রার্থী বসে যাবেন না। দেওয়ান পরিবার আর ভূইয়া পরিবারের মধ্যে চরম দ্বন্দ্ব রয়েছে। এ দুই পরিবার বিএনপি করে। তারা কোন প্রার্থীকে ছাড় দেবে না। আর বিএনপির মধ্যে এ দ্বন্দ্ব দৃশ্যমান থাকায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রফিক এগিয়ে রয়েছেন সব দিক দিয়ে। যে কোন মুল্যে কাঞ্চন পৌর সভাকে বিএনপির হাত থেকে উদ্ধার করবে আওয়ামী লীগ। তারা সর্ব শক্তি নিয়ে মাঠে কাজ করছে।
এবারের ভোট হবে ইভিএম পদ্ধতিতে। তাতে কোন প্রকার ভোট কারচুপির সম্ভাবনা নেই। এবার কাঞ্চনে মোট কেন্দ্র ১৭ টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ০৮ টি, সাধারণ কেন্দ্র ০৯ টি। প্রত্যেকটি কেন্দ্রে সকল নির্বাচনী সরঞ্জাম পৌছেছে।
গুরুত্বপূর্ণ কেন্দ্রে এক জন এসআই/এএসআই সহ ০৬ জন পুলিশ অস্ত্র সহ রয়েছে। এবং আনসার থাকবে ১২ জন। সাধারণ কেন্দ্রে এক জন এসআই/এএসআই সহ ০৫ জন পুলিশ অস্ত্র সহ থাকবে এবং আনসার থাকবে ১২ জন। প্রতিটি কেন্দ্রে মোবাইল টিমসহ সর্বমোট ১৮ টি মোবাইল টিম কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে ০৯ জন। স্ট্রাইকিং টিম রয়েছে ০২ টি।
কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬’শ ৭৫ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১’শ ৮৫ আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫’শ জন। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রার্থী ৬ জন ও ৯ কাউন্সিলর পদের জন্য ৩১ জন প্রার্থী লড়াই করছেন। কাউন্সিলর পদেও লড়াই হবে হাড্ডাহাড্ডি।

সর্বশেষ সংবাদ