আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ঐতিহাসিক বুদ্ধিজীবি দিবস

টি.আই.নব নিজস্ব প্রতিবেদকঃ চার দিক থেকে যখন বিজয়ের হাওয়া ঢাকার দিকে বইছে ।বাঙালিরা যখন বিজয়ের আনন্দে মেতে উঠবে।

পাকিস্তানী হায়েনার দল যখন বাঙালি সহ যৌথবাহিনীর চাপের মুখে আত্নসমপণের প্রস্তুতি নিচ্ছে ,তখন এদেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় বাংলাদেশকে মেধা তথা নেতৃত্ব শূন্য করার জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করা হয়।

বুদ্ধিজীবিদের মধ্যে ছিলেন,শিক্ষক,ডাক্তার, সাহিত্যিক,নির্মাতা,চিএকার, আমলা,সাংবাদিক সহ নানা পেশার মানুষ।এ হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যা কান্ড।বাঙালি জাতি যথাযথ শ্রদ্ধাভরে এ দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে।প্রতিবছর ১৪ই ডিসেম্বরকে বুদ্ধিজীবি দিবস হিসেবে পালন করে আসছে জাতি।

এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহ পৃথক পৃথক কর্মসুচীর গ্রহন করছে।কর্মসুচীর মধ্যে রয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধানিবেদন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শ্রদ্ধা ।বুদ্ধিজীবিদের স্মরণে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ