নবকুমার:
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বুধবার। বিকাল ৩ টায় এ অধিবেশন শুরু হবে। অধিবেশনে যোগদান করবেন নারায়ণগঞ্জের মন্ত্রী এমপিরা। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা বিজয়ী হয়। নারায়ণগঞ্জ ১ আসনে (রূপগঞ্জ) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী কে ২ লাখের অধিক ভোটরে ব্যবধানে পরাজিত করে হ্যাট্রিক করেছেন। গোলাম দস্তগীর গাজী এবার মন্ত্রি সভায় স্থান পেয়েছেন। দায়িত্ব পেয়েছেন বস্ত্রী ও পাট মন্ত্রণালয়ের। মন্ত্রী হিসেবে নারায়ণগঞ্জের মধ্যে গোলাম দস্তগীর গাজী প্রথম আজ জাতীয় সংসদে যোগদান করবেন।
গত নির্বাচনে নারায়ণগঞ্জ ২ আসনে আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। নারায়ণগঞ্জ ৩ আসনে লিয়াকত হোসেন খোকা । নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমান। নারায়ণগঞ্জ ৫ আসনে সেলিম ওসমান বিজয়ী হয়েছেন।