আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজাদ-মামুনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর হাজিরা

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী আদালতে হাজির দিয়েছেন। সোমবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত শাহ্ মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালত শেখ রাজিয়া সুলতানা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালতে এ হাজিরা দেন তারা ।
আসামিরা পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন থানার পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় নেতাকর্মীরা হাজিরা দিয়েছেন। মামলার সাথে কোন সম্পৃক্ততা না থাকাতেও শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে এই মামলা গুলো দায়ের করা হয়েছে ।
এ সময়ে উপস্থিত হয়ে আদালতে হাজিরা দেন  কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আড়াইহাজারের নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক মনিরুল আলম সজল প্রমুখ।