আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজাদসহ বিএনপির ১৩৬ নেতাকর্মীর জামিন

সংবাদচর্চা রিপোর্ট : আড়ইহাজার থানার পৃথক তিনটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১৩৬ জন বিএনপির নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৬ মে) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন আতিকের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তারা। পরে উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে এই জামিন নামা দাখিল করেন।

আসামি পক্ষের আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান, এডভোকেট খোরশেদ আলম মোল্লা,এডভোকেট জাকির, এডভোকেট আনোয়ার প্রধান,এডভোকেট নয়ন প্রমূখ।

হাজিরা শেষে এডভোকেট সাখাওয়াত হোসেন খান দৈনিক সংবাদচর্চাকে জানান, আড়াইহাজার থানার পৃথক তিনটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১৩৬ জন নেতা-কর্মী উচ্চ আদালতে জামিনে ছিলেন। পরে উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের উপর প্রভাবশালী ক্ষমতাসীন সরকার মিথ্যা মামলা করছে। এই মিথ্যা মামলার কোন ভিওি নেই।  তিনি আরো বলেন বিএনপির নেতাকর্মীরা হামলা মামলাকে ভয় পায় না। খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষে রাজপথে আছে এবং থাকবে। এ মামলার অপর আসামিরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক প্রমুখ।