ফতুল্লা প্রতিনিধি
আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের পক্ষ থেকে অসুস্থ রিজিয়া বেগমকে চিকিৎসার খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়ৈছে। রবিবার (১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা দাপা ইদ্রাকপুর রেলওয়ে স্টেশন মেরিনা গার্মেন্টস্থ ক্লাবের পক্ষ থেকে এ সহয়তা প্রদান করা হয়।
এসময় ফতুল্লা থানা যুবলীগ কর্মী মো. শাহিন আহম্মেদ বলেন, বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে। দেশের বিভিন্ন সংগঠনগুলো যদি আর্ত-মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে ওইসকল অসহায় মানুষগুলো মুখে হাসি ফুটবে। তাই সকলেরই উচিৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
এসএমআর/এসএমআর