আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আঙ্গুরের প্রস্তুতি সম্পন্ন, টার্গেট ১০ হাজার লোক

টি.আই.আরিফ:
ঢাকায় দলীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আড়াইহাজার থানার ১০টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় পৃথক প্রস্তুতি সভা করেছেন বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খাঁন আঙ্গুর। তার প্রতিটা প্রস্তুতি সভায় প্রচুর লোক দেখা গেছে। তার কর্মী সমর্থকরা তৎপর রয়েছে।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের ব্যাপারে গতকাল নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরের সাথে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, কোন বাঁধা মানবো না। তারা যানবাহন বন্ধ করে দেবে। আড়াইহাজার থেকে ঢাকার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। প্রয়োজনে আমরা পায়ে হেঁটে ঢাকায় যাবো। আমার ব্যানারে প্রায় ১০ হাজার লোক যাবে। দুইদিন আগে থেকেই আমার লোকজন ঢাকায় অবস্থান করবে। সাধারণ মানুষ এই মহাসমাবেশে যোগদেবে।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা সহিংসতা পছন্দ করি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে আছি। আড়াইহাজার থেকে আমরা গর্জে উঠবো। এদিকে দলটির কেন্দ্রীয় নেতারাও সাবেক এমপিদের দিকে চেয়ে আছেন।

সর্বশেষ সংবাদ