আজ রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী বছর চালু হতে যাচ্ছে মাল্টিমিডিয়া কনটেইন্ট এ্যাপ

 
নবকুমার, নিজস্ব প্রতিবেদকঃআগামী বছরের শুরুর দিকে চালু হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে তৈরি  মাল্টিমিডিয়া কনটেইন্ট অ্যাপ । গত কয়েক বছর যাবত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া  ক্লাসে ব্যবহার শুরু হয়েছে। শিক্ষকরা বলছেন যে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষাথীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে ।
এ অ্যাপটি ২০১৮ সালের জানুয়ারী থেকে চালু হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন  শিক্ষা অধিদপ্তরের পরিচালক , মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং প্রফেসর সেলিম মিয়া  ।
এ ব্যাপারে তিনি আরো বলেন – শিক্ষকরা সময়মতো ক্লাস করছেন কি না তা এই অ্যাপটির মাধ্যমে জানা যাবে । যিনি শিক্ষক থাকবেন ক্লাসের পরে রিপোট পাঠাতে পারবেন। ভূয়া শিক্ষক থাকলে তা সহজেই ধরা পড়বে । শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি পাবে। শিক্ষকরা চলমান ডেটাবেজ খুব সহজেই ছবিসহ জানতে পারবে ।
সরোজমিনে ঘুরে দেখা গেছে  যে,সারাদেশে  ২৪০০০ হাজার মাল্টিমিডিয়ায় ক্লাসের মাধ্যমে কতটা সময় ক্লাস হয়েছে তার পূণাঙ্গ তথ্য সহজেই পাওয়া যায় ।

স্পন্সরেড আর্টিকেলঃ