নবকুমার, নিজস্ব প্রতিবেদকঃআগামী বছরের শুরুর দিকে চালু হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে তৈরি মাল্টিমিডিয়া কনটেইন্ট অ্যাপ । গত কয়েক বছর যাবত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া ক্লাসে ব্যবহার শুরু হয়েছে। শিক্ষকরা বলছেন যে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষাথীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে ।
এ অ্যাপটি ২০১৮ সালের জানুয়ারী থেকে চালু হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষা অধিদপ্তরের পরিচালক , মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং প্রফেসর সেলিম মিয়া ।
এ ব্যাপারে তিনি আরো বলেন – শিক্ষকরা সময়মতো ক্লাস করছেন কি না তা এই অ্যাপটির মাধ্যমে জানা যাবে । যিনি শিক্ষক থাকবেন ক্লাসের পরে রিপোট পাঠাতে পারবেন। ভূয়া শিক্ষক থাকলে তা সহজেই ধরা পড়বে । শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি পাবে। শিক্ষকরা চলমান ডেটাবেজ খুব সহজেই ছবিসহ জানতে পারবে ।
সরোজমিনে ঘুরে দেখা গেছে যে,সারাদেশে ২৪০০০ হাজার মাল্টিমিডিয়ায় ক্লাসের মাধ্যমে কতটা সময় ক্লাস হয়েছে তার পূণাঙ্গ তথ্য সহজেই পাওয়া যায় ।