সংবাদচর্চা রিপোর্টঃ
আগামীকাল (বুধবার) ৫ই জুন পবিত্র ঈদুল-ফিতর,জাতীয় চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত ১০.৪৫ মিনিটে জানানো হয়। এর আগে দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায় নি, উক্ত কমিটির প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর রাত ৮টা ৫২ মিনিটে জানানো হয়েছিল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর। ঘোষণা দিতে এত সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “সারা দেশের আলেম-ওলামাদের সাথে কথা বলে উনাদের মতামত নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন মাদরাসা ছাত্ররাও চাঁদ দেখার চেষ্টা করেছে। উনাদের মতামত নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাই বিলম্ব হয়েছে। দৈনিক সংবাদচর্চা পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মুন্না খান দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বছরের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানেরা।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।