আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নেতার হোন্ডা চুরি

মটর সাইকেল চুরি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে আওয়ামী লীগ নেতার মটর সাইকেল চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার বেলা ১টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সেলিম মিয়ার আড়াই লক্ষ টাকা মূল্যের মটর বাইকটি খোয়া যায়।

বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন মো. সেলিম মিয়া।

যোগাযোগ করা হলে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বাইকটি উদ্ধার ও চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সেলিম মিয়া সংবাদকর্মীদেও জানান, তিনি তার বাইক টি উপজেলা নির্বাচন অফিসের সামনে রেখে দোতালায় একটি কাজের জন্য গিয়েছিলেন তিনি। ১০ মিনিট পর নিচে এসে দেখতে পান যে, তার রেখে যাওয়্ াস্থানে বাইক টি নেই। তার বাইক টি অনটেষ্ট কালো রং এর। কোম্পানীর নাম জিকসার। তিনি সম্প্রতি ষ্টোর থেকে বাইকটি ক্রয় করেন।