নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভুলতা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির মোল্লার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টায় মর্তুজাবাদ দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ পাড়াগাঁও সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালসহ অনেকে।
প্রসঙ্গত, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক হুমায়ুন কবির মোল্লা রবিবার সন্ধ্যায় ভুলতা বাসষ্ট্যান্ড জামে মসজিদে এশার নামাজ আদায় করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
তার অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।