আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগকে আবার নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করুন: এমপি গাজী

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন “আওয়ামীলীগকে আবার নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করুন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ”

তিনি বলেন, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষে কাজ করেছেন। দেশের প্রতিটি জেলা- উপজেলা , অজ পাড়াগাঁ কে উন্নয়নের রোল মডেল গড়ে তোলা হবে। যোগাযোগ ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ , শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সব ক্ষেত্রের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সরকার।  ২০২১ সালের মধ্যে দেশের চেহারা বদলে যাবে। ”

বুধবার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,  “আমি নির্বাচিত হবার পর দাউদপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। পূর্বে এই ইউনিয়নের রাস্তা-ঘাট তেমন ভাল ছিলোনা , একটু বৃষ্টি হলেই রাস্তা-ঘাট কাঁদায় একাকার হয়ে যেত যার ফলে আপানাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হত। কিন্তু এখন আর তেমনটি নেই। এই অঞ্চলের রাস্তা-ঘাটের উন্নয়নের কাজ সম্পন্ন করা হয়েছে। এখন আর আপনাদের সোনামণিদের পেক কাঁদা  নিয়ে বাসায় ফিরতে হয়না। তারপরেও আপনাদের যেকোনো ধরনের কাজ বাকি থাকলে আমাকে জানাবেন।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি প্রকেীশলী শেখ সাইফুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন মেম্বার, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি সামাদ খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সহ-সম্পাদক শাহিন মালুম, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী,  সাধারণ সম্পাদক রিতা, উপজেলা মহিলালীগের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি খাদিজ আক্তার (রিনা), সাধারণ সম্পাদক ফেরদৌসি জান্নাত (রুমা), উপজেলা যুবলীগের সভাপতি তুহিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, সাংগাঠনিক সম্পাদক নাদিম সহ আওয়ামীলীগও বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর নেতা নেতৃবৃন্দ।

স্পন্সরেড আর্টিকেলঃ