আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্বকীর মৃত্যুবার্ষিকীতে আইভীর শ্রদ্ধা

আইভীর শ্রদ্ধা

ত্বকীর মৃত্যুবার্ষিকীতে আইভীর শ্রদ্ধাআইভীর শ্রদ্ধা

সংবাদচর্চা ডেস্ক:

তানভীর মোহাম্মদ ত্বকীর ৫ম মৃত্যু বার্ষিকীতে তার কবর জিয়ারত ও ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়নগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি।

৬ মার্চ (মঙ্গলবার)  বন্দর সিরাজ শাহ অস্তানায় ত্বকীর কবর জিয়ারত করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নারায়ণগঞ্জের বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সকালে মেয়রের শ্রদ্ধা নিবেদনের পর একে একে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা গণসংহতি আন্দোলন’র পক্ষে আহ্বায়ক তরিকুল সুজন, সম্পাদক অঞ্জন দাস, নারী নেত্রী পপি রানী সরকার, বাসদ এর জেলা সমন্বয়ক নিখিল দাস, কাউন্সিলর অসিত বরন বিশ্বাস,ওয়ার্কাস পার্টির হিমাংশু সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, খেলাঘর আসরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবলীগ নেতা শরীফ হীরা, সমগীত সংস্কৃতি প্রঙ্গনের আমির হোসেন, উদীচী সভাপতি জাহিদুল হক দিপু, শ্রুতি সাংস্কৃতিক একাডেমীর ধীমান সাহা জুয়েল কবি আরিফ বুলবুল,আনোয়র হোসেন,কামরুল হুদা বাবু, হিমেল খান ।

উল্লেখ্য, ২০১৩ সালের এই দিনে গুম করা হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে। তার ২ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। হত্যার বিচার দাবিতে শহর উত্তাল হয়ে উঠে। এরই মধ্যে র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামিম ওসমানের ভাতিজা আজমীর ওসমানসহ ওসমান পরিবারের এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ততার প্রমাণ পাওয়া গেছে। তারপর পাঁচ বছর পারহলেও দেশ বিদেশে নানান আন্দোলন সংগ্রাম সত্ত্বেও ত্বকী হত্যার বিচার হয়নি আজও।

স্পন্সরেড আর্টিকেলঃ