আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভীকে ঘিরে ধরেন মানুষ

আনোয়ার হাসান
কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল গিয়েছিলেন বন্দরের মদনগঞ্জে। তার আগমনের খবর শুনে নানা শ্রেনীর মানুষ আসে অনুষ্ঠানস্থলে। বিভিন্ন সংগঠন ফুল দিয়ে বরণ করে তাকে। যারা ফুল দেননি তারাও এক নজর দেখতে ভিড় জমান। আশপাশের গ্রামগুলোতে রব উঠে, ‘আইভী এসেছেগো আইভী এসেছে’। অনেক বছর আগে তার বাবা আলী আহম্মদ চুনকা সেখানে গেলে এভাবেই মানুষ জমে যেতো বলে জানান প্রবীণ অনেকে।

স্থানীয়রা জানান, মদনগঞ্জের ছোট্ট একটি গ্রামের নাম ইসলামপুর। এ এলাকার প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন অনেক দিন আগে থেকে। অতীতে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে আলী আহম্মদ চুনকা যতবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ততবারই এ এলাকার মানুষ তাকে সমর্থন দিতেন। নির্বাচনী প্রচারণায় মন-প্রাণ দিয়ে কাজ করতেন নিরলসভাবে। একাধিক প্রবীণ ব্যক্তি জানান, চুনকা যখন এখানে আসতেন তখন সাধারণ মানুষ তাকে ঘিরে ধরতেন। তিনিও তাদের সাথে রাস্তার পাশে পাকায় বসে কিংবা কাঠের চেয়ার-টুলে বসে খোলা মনে কথা বলতেন। এই পৌর পিতা যখন যেতেন তখন একে অপরজনকে ডেকে বলতেন, চুনকা এসেছে গো চুনকা এসেছে। যেন চুনকা তাদের কত আপনজন। গতকাল অনেক আগের সেই ঘটনার পূণরাবৃত্তি ঘটলো চুনকা কণ্যা আইভীর বেলায়ও। মানুষ তাকে কাছ থেকে দেখতে সকাল থেকেই উদগ্রিব ছিলেন। আর বিকেলে কোন কাজ না রেখে সোজা চলে এসেছেন মেয়রের অনুষ্ঠানস্থলে। মেয়রও সাধারণ মানুষদের কাছে ডাকতে কোন কুন্ঠাবোধ করেননি। রাখেননি কোন বাধার দেয়াল। বরং মদনগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু ১০০ ফুট চওড়া রাস্তার মতোই খোলা মনে মানুষের মাঝে ভিড়ে যান জেলা আওয়ামী লীগের এই সিনিয়র সহ সভাপতি।

টিক্কারমোড় এলাকায় অনুষ্ঠানস্থলে পৌছলে মেয়র আইভীকে ফুল দিয়ে বরণ করে অনেক সংগঠন ও ব্যক্তি। এর মধ্যে রয়েছে শান্তিনগর পঞ্চায়েত কমিটি, ইসলামপুর পঞ্চায়ে কমিটি, মদনগঞ্জ নয়াপাড়া পঞ্চায়েত কমিটি, লক্ষারচর উত্তর পাড়া পঞ্চায়েত কমিটি, মদনগঞ্জ তিন তলা জামে মসজিদ পঞ্চায়েত কমিটি, পি.এম রোড পঞ্চায়েত কমিটি, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্যকরী কমিটি সহ বিভিন্ন সংগঠন।
বুধবার নাসিকের ১৯ নম্বর ওয়ার্ড মদনগঞ্জে ৭ কোটি ২২ লাখ টাকা ব্যায়ে মদনগঞ্জ খাল সংস্কারসহ সৌন্দর্য বর্ধনের কাজ, ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শান্তিনগর মসজিদ হতে আশ্রায়ন পর্যন্ত কয়েকটি শাখা রাস্তার কাজ, ৯৩ লক্ষ টাকা ব্যায়ে মদনগঞ্জ কবরস্থানের সংস্কারসহ সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন করেন মেয়র আইভী। এ উপলক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া এবং মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর ফয়সাল মো. সাগর।

অনুষ্ঠানে বক্তৃতায় মেয়র আইভী বলেন, আগামীতে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ ওয়াসা হবে। ওয়াসার দায়িত্ব আমরা নিচ্ছি। তবে নাসিকের কাছে হস্তান্তরের সঙ্গে সঙ্গে আপনাদের ভালো পানি করে দিতে পারবোনা। ৫০ বছরের বেশী সময় ধরে তারা পরিচালনা করেছে। পুরনো ব্যবস্থার সংস্কার করতে ২ থেকে ৩ বছর আমাকে সময় দিতে হবে। মেয়র বলেন, মদনগঞ্জে রাস্তাঘাট ও ঘাটলার কাজের জন্য ৬৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইসলামপুর মরহুম আব্দুল হক মাতবরের বাড়ি থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত রাস্তার কাজে প্রায় ৬৫ লাখ টাকা, ৫ কোটি ৫২ লক্ষ টাকায় ৩৭৫০ বর্গফুটের ৫ তলাবিশিষ্ট কমিউনিটি সেন্টার, মদনগঞ্জ মোড় হতে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত ড্রেন ও লিংক রোডের জন্য ৫২ লাখ টাকা এবং মদনগঞ্জ মোড় থেকে ত্রিবেণী ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে ৩৩ লাখ টাকা ব্যয়ে বৃক্ষ রোপন করে সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধনও করা হয়। এছাড়া এখানে চলমান থাকা ২ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যায়ে মদনগঞ্জ ওয়েলফেয়ার মাঠ ও ঈদগাহ মাঠ নির্মান কাজ এবং ৫ কোটি ৯০ লাখ টাকা ব্যায়ে ছৈয়াল বাড়ি থেকে মদনগঞ্জ খালের উপর ব্রিজ নির্মান কাজও দ্রুত শেষ করার কথা জানান মেয়র আইভী। তিনি বলেন, কদমরসূল ব্রিজের নকশার কাজ চলছে। আমরা আশা করছি আগামী বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবো।
ডেঙ্গুর বিষয়ে তিনি বলেন, ঢাকার পাশে থাকায় কিছুটা হলেও চিন্তায় থাকতে হয়। তবে নাসিকের ২৭টি ওয়ার্ডে ৫জন করে কর্মচারী দিয়েছি যারা ডেঙ্গুর জন্য শুধু না সারাবছর মশার ওষুধ ছিটানোর কাজ করবে। জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জে ব্যাপক আয়োজনের কথা জানান মেয়র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিভা হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা নুর হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা জিয়াবুল হক, মদনগঞ্জ তিন তলা জামে মসজিদের সভাপতি জসিমউদ্দীন খান, বন্দর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রাফিয়ান আহমেদ, সমাজ সেবক ফারুক আহমেদ মাসুম, জাহাঙ্গীর আলম খায়ের, জাহাঙ্গীর আলম খায়ের, আনিসুর রহমান, আনিসুজ্জামান, পিয়ার আলী মিয়া, সিরাজুল মিয়া, আজিজুল হক আজিজ, হারুন অর রশিদ, আব্দুল বাতেন, মহিউদ্দিন আহমেদ, এইচ এম আরজু, আনিছুর রহমান, আনিসুজ্জামান ধনু, হাজী কফিলউদ্দিন, হাজী শফিউদ্দিন নাবু প্রমুখ।

সর্বশেষ সংবাদ