আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভির উপর হামলা ও অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আইভির

আইভির উপর হামলা ও অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রীআইভির সংবাদচর্চা ডেস্ক:

নারায়নগঞ্জ  সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার কর্মীদের ওপর হামলার সময় অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ‘কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নারায়ণগঞ্জের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে  ব্যবস্থা হচ্ছে। সেদিন যারা অস্ত্র দেখিয়েছে, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।

কেউ আইনের ঊর্দ্ধে নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, কাউকে ছাড় দেবো না। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।