আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইজিপি ব্যাচ পেলেন বন্দরের কৃতিসন্তান ওসি আবু তাহের দেওয়ান

নিজস্ব প্রতিবেদক:

মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে এবং আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় জনকল্যানকর কাজের স্বীকৃতি স্বরুপ ‘এ’ ক্যাটাগরিতে মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) র‌্যাংক ব্যাচ পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওঢালা বাগদোবাড়িয়া দেওয়ানবাড়ীর মৃত আব্দুল মজিদ দেওয়ানের সুযোগ্য সন্তান ও নরসিংদী জেলার মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান।

গতকাল বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে ‘পুলিশ সপ্তাহ- ২০১৯’ এর অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মাধবদী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ানকে আইজিপি র‌্যাংক ব্যাচ পরিয়ে দিয়েছেন।

গত বৃহস্পতিবার পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়েছিল।

প্রতি বছর প্রশংসনীয় এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মধ্যে ‘আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাচ’ প্রদান করা হয়।
ছয়টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের ৫০১ জন কর্মকর্তা ও সদস্যদের দ্বিতীয় সর্বোচ্চ পদক আইজিপি র‌্যাংক ব্যাজ দেয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের সন্তান আবু তাহের দেওয়ান আইজিপি ব্যাচ পদক পাওয়ায় নারায়ণগঞ্জবাসী এবং তার নিজ এলাকা বন্দর থানার কেওঢালাবাসী এবং তার বন্ধু মহল ও শুভাকাঙ্খীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।