আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমান দূর্ঘটনায় আহত অ্যানি ,স্বর্ণা,মেহেদী আজ বাংলাদেশে এসেছে

অ্যানি ,স্বর্ণা,মেহেদী

অ্যানি ,স্বর্ণা,মেহেদী

অ্যানি ,স্বর্ণা,মেহেদী

সংবাদচর্চা ডেস্ক: নেপালে নিহতদের  স্মরণে সারাদেশে মসজিদ,মন্দিরসহ বিভিন্ন উপসানালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। আহত আরো তিনজন অ্যানি ,স্বর্ণা,মেহেদীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।স্থানীয় সময় চারটায় তারা বাংলাদেশে পৌছেছে। এসময় বিমানবন্দরে আহতদের সাথে দেখা করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।  নিহতের লাশ নেপাল সরকার শনিবার হস্তান্তর করবেন। এ জন্য মালিবাগ সিআইডি কার্যালয়ে আত্নীয়স্বজনদের রক্তের নুমনা জমা দিতে বলা হয়েছে।