আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘অহংকার দেখালে আমাদের ভোট আসবে না’

টি.আই.আরিফ :
অহংকার দেখালে আমাদের ভোট আসবে না দলীয় নেতাকর্মীদেরকে এ কথা জানিয়ে দিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। রোববার ( ২৬ মার্চ) মুড়াপাড়া বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, উন্নয়নের ছোঁয়া সারাদেশে লেগেছে। চব্বিশ সালে আমাদের নির্বাচন। জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমাদের উন্নয়নের কথা জনগণকে বলতে হবে। উন্নয়ন দেখিয়ে আমরা ভোট চাইবো। আমরা কোন অহংকার দেখাবো না। অহংকার দেখালে আমাদের ভোট আসবে না। মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের ভোট নিতে হবে। প্রত্যেকটা এলাকায় আমরা বিদ্যুৎ দিয়েছি, মুড়াপাড়া কলেজ সরকারী করেছি, ভুলতা ফ্লাইওভার হয়েছে, গাজী সেতু হয়েছে, সুলতানা কামাল সেতু হয়েছে। আমরা জনগণকে উন্নয়ন দিয়েছি। রূপগঞ্জের প্রত্যেকটা পৌরসভায়, ইউনিয়নে , ওয়ার্ডে মিটিং করবেন। সেই মিটিং থেকে জনগণের কাছে নৌকার ভোট চাইবেন। থানায় বসে ভোট চাইলে হবে না, তৃণমূলের কাছে ভোট চাইতে যেতে হবে। ওয়ার্ড পর্যায়ে যাবেন। টানা তিনবার জনগণ আমাকে ভোট দিয়ে পাস করিয়েছেন। চতুর্থবার উন্নয়ন দেখিয়ে আমরা যেনো ভোটটা আনতে পারি। সবাই কাজ করবেন। আমরা আবার পাস করবো।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আজ বঙ্গবন্ধু নেই, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আমাদের নেত্রী। মুড়াপাড়া বাজারে আমাদের পার্টি অফিস হয়েছে। যে যা করে তাকে ধন্যবাদ দেওয়া দরকার আমি মনেকরি। তাহলে সে কাজে উৎসাহ পায়। শাহজাহান ভাইকে ধন্যবাদ।

এসময় অন্য বক্তারা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে চতুর্থবার নৌকা প্রতীকে এমপি নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহ্জাহান ভুঁইয়া,সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাহাবুবুর রহমান মেহের, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমান উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক এমএ মোমেন, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কামরুল হাসান তুহিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সংরিক্ষত সদস্য সীমা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, ইউপি সদস্য রেহেনাসহ উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। পরে তিনি সরকারী মুড়াপাড়া কলেজ মাঠে অনুষ্ঠিত প্যারেডে সালাম গ্রহণ করেন। এ অনুষ্ঠানে আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমান উল্লাহ, সরকারী মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান সহ অনেকে।