সোনারগাঁ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ডাকাতের প্রস্তুতিকালে সাতজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ৪টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নেয়। এ সময় গোপন সংবাদের এসআই আব্দুল হক শিকদারের নেতৃত্বে এএসআই মজিবুর রহমান সহ একদল পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলাম শাওন, ওমর আলী, রবিন মিয়া, নবীর হোসেন, নয়ন মিয়া, বিজয় মিয়া, স্বাধীন শিকদারকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শাওন উপজেলার পিরোজপুর এলাকার তাজিম উল্লাহর ভাড়াটিয়া মনির ড্রাইভারের ছেলে, ওমর আলী পিরোজপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে, মো: রবিন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে, নয়ন মিয়া গোহাট্টা গ্রামের জাকির হোসেনের ছেলে, নবীর হোসেন সাদিপুর গ্রামের মোবারক হোসেনের বাড়ির ভাড়াটিয়া আহাম্মদ আলীর ছেলে, বিজয় মিয়া ছোট সাদিপুর গ্রামের জামান মিয়ার ছেলে ও স্বাধীন শিকদার হাবিবপুর গ্রামের হিরু মিয়ার ভাড়াটিয়া জসিম শিকদারের ছেলে।