আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

সিদ্ধিগঞ্জে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাং এর ০৬ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১ । গত ১৯ জানুয়ারি  দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি সিদ্ধিরগঞ্জ এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ১১ হতে ১৬ বছর। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ০১টি দেশীয় তৈরী ধারালো চাপাতি ও ০২টি গিয়ার সুইজযুক্ত ধারালো চাকু উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খল বা অরাজক পরিস্থিতির সৃষ্টি করে আসছে। এছাড়াও ঐ এলাকায় কোন অপরিচিত লোক আসলে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নিত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ