আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বন্দরে আওয়ামীলীগের অস্তিত্ব নেই’

অস্তিত্ব নেই

অস্তিত্ব নেই

 

নিজস্ব প্রতিবেদক:
বন্দরে আওয়ামীলীগের অস্তিত্ব নেই মন্তব্য করে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, আমি বন্দরের সন্তান আমি আরজু ভূঁইয়া ভাইয়ের ডাকে এখানে এসেছি। বিগত ৯ বছরে আওয়ামীলীগের অস্তিত্ব নেই বন্দরে। জেলার বা মহানগরের যে কোন নেতা নৌকা প্রতিক নির্বাচন করলে আমরা তাদের সর্মথন করব।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে বন্দর উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত ৪৩ নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৬৯ সালে নির্বাচনে আমরা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। ৭০ সালে লাল সুবজের পতাকা পেয়েছি। আমাদের দল ক্ষমতায় থাকা সত্বেও আমাদের কোন কর্মী থানায় গেলে পুলিশ তাদের কোন পাত্তা দিচ্ছে না। কোন ভূমি দস্যূ বা চাঁদাবাজরা আওয়ামীলীগ করবেন না। এবং কেউ আওয়ামীলীগের পরিচয় দিবেন না। আমরা মরহুম ডাঃ সাহাদাত হোসেনের মত আওয়ামীলীগ নেতা বা কর্মী চাই।