আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন : এমপি গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনের রেখে  ক্লান্তহীনভাবে  রূপগঞ্জে ভোটাদের দ্বারে দ্বারে  গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

গতকাল মঙ্গলবার মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী  ভোটারদের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকার পক্ষে গণসংযোগে করেন তিনি। গণসংযোগে শত শত মানুষের ঢল নামে। ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগের নেতাকর্মীরা নানা ধরণের শ্লোগানে মুখোরিত করে তোলে।

তিনি স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে। গোলাম দস্তগীর গাজী মত বিনিময় সভায় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

গোলাম দস্তগীর গাজী  ভোটাদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশের রক্ষক। বিএনপি জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশকে বানাবে সাম্প্রদায়িক দেশ। জঙ্গী সন্ত্রাস মাথা চারা দিয়ে উঠবে। দেশের গণতন্ত্রকে লুন্ঠন করে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে। দেশে হওয়া ভবন তৈরী হয়। তারা মানুষের ভাগ্যের উন্নয়ন করে না।

বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী  বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পা রেখেছেন। মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে।

রূপগঞ্জের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, মুড়াপাড়ায় শীতলক্ষা সেতু নির্মাণ হয়েছে। ভূলতা ফ্লাইওভারের নিমাণ কাজ শেষ পর্যায়ে। নতুন ঘরে বিনামূল্যে সাত দিনের মধ্যে বিদ্যুৎ পৌছে দেওয়া হচ্ছে। রূপগঞ্জে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। একটি কলেজ ও একটি স্কুল সরকারি করণ করা হয়েছে।

গোলাম দস্তগীর গাজী আওয়ামীলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনো ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সবাই সতর্ক থাকতে হবে।

বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে দেশ বাসিকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এসময় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরী আলম টুটুল, জেলা পরিষদের সদস্য শীলা রাণী পাল, আওয়ামীলীগ নেতা আজমত আলী, মান্নান মুন্সি, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের ভিপি সাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল আহমেদ আলমাছ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহম্মেদ খোকন, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মাসুম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবপ্রমুখ।