আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় প্রতিবন্ধি

অসহায় প্রতিবন্ধি

 

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একতা দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ জুন) বিকালে ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল কাশেম।
ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, পোলাও চাল, সেমাই, তৈল, দুধ ও চিনি।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদল ও প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জিএইচএম কাজল উপস্থিত ছিলেন।
একতা দু:স্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো: জসিম উদ্দিন (জসিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম নীট গার্মেন্টস (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউসুফ, জেলা আওয়ামীলীগের সদস্য মাহাবুবুল ইসলাম রাজন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম নান্নু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার আলী আকবর, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ সাধারন সম্পাদক হাজী মো: ইকবাল, রূপসী বাংলা সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মেহেবুবুল হক তালুকদার টগর, গ্রীস যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রিপন ফকির, মুবিন নীটওয়্যারের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সহ সভাপতি ও লিসবন পর্তুগালের কাউন্সিলর রানা তসলিম উদ্দিন, তুরস্ক আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ ফারুক প্রিন্স, জেলা আওয়ামীলীগের উপ প্রকাশনা ও প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মো: মিছির আলী, প্রাক্তন ওসি হাজী মো: কুদ্দুসুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি হাজী মিজান প্রধান, সাধারন সম্পাদক হাজী মো: সেলিম রেজা ও যুক্তরাজ্য প্রবাসী শওকত ই খোদা প্রিন্স।
একতা দু:স্থ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মো: সফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার সহ সভাপতি আলী মোর্তুজা দুলাল, সাধারন সম্পাদক পরেশ চৌধূরী, প্রচার সম্পাদক সোহেল মোল্লা ও জুলহাস সরকার।
বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার সার্বিক সহযোগীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।