আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় কৃষকের ধান কেটে দিল রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার

তুহিন মোল্লা:

রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল আলম সিকদারের নেতৃত্বে গোলাকান্দাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে আমলাব গ্রামের অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিয়ে সহযোগিতা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জানা যায়, বুধবার সকালে আমলাব গ্রামের এক কৃষকের জমিতে কাঁচি হাতে নেমে পড়ে ছাত্রলীগের কর্মীরা। এ সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান মুহিন বলেন, আমাদের উপজেলা সভাপতির নির্দেশে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে খোঁজ নিয়ে অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছি।

আজ সকাল থেকে আমরা এই গ্রামের কৃষক বুলুর পাকা ধান কেটে তার বাসায় পৌঁছে দিয়েছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার জানান, কৃষকদের সহযোগিতায় আমরা ছাত্রলীগ সব সময় প্রস্তুত আছি। আমাদের এই উদ্যোগ সব সময় অব্যাহত রাখব।

এ সময় ধান কাটায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী হিমেল, আরিফ খান জয়, মামুন, ফরহাদ, ইমরান, সাইফুল, তুষার, প্রমূখ। এদিকে ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরা।