সংবাদচর্চা রিপোর্ট:
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বিমান দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেচে গেছেন।রাহুল বৃহস্পতিবার সকালে উড়োজাহাজে দিল্লি থেকে কর্ণাটক যাচ্ছিলেন বিধানসভার নির্বাচনী প্রচারে । কর্ণাটকের হুবলি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয়। অল্পের জন্য রক্ষা পান রাহুল ও তার ৫ সফরসঙ্গীরা। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুবলি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বামদিকে ঝুঁকে পড়ে। হঠাৎ করে নেমে আসে চার-পাঁচশো ফুট নিচে। তিন বারের চেষ্টায় নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।
এ ঘটনায় পাইলট এবং উড়োজাহাজ মালিকানা সংস্থার বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে।
তবে ভারতের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, অবতরণের সময় উড়োজাহাজটির অটো মুড বন্ধ হয়ে যায়। পরে উড়োজাহাজটি ম্যানুয়াল মুডে অবতরণ করে। এ ধরনের ঘটনা প্রায়ই সময় হয়ে থাকে।
কর্ণাটকের ডিজি ও আইজির কাছে লিখিত অভিযোগে রাহুলের সহযোগী কৌশল বিদ্যার্থী বলেছেন, এমন কোনও প্রযুক্তিগত বিভ্রাটের কারণে ঘটনাটি ঘটেছে, যার ব্যাখ্যা মেলেনি। সবার প্রাণ যেতে বসেছিল। কিন্তু রাহুল আগাগোড়া ধৈর্য রেখে পাইলটের পাশে ছিলেন, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়।