নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ডিসেম্বর শুরু হলে হিমালয় পর্বতমালা হয়ে শীতের বাতাস দেশের উত্তরাঞ্চলে চলে আসে। পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে শীত এসে পড়ে শিল্পনগরী নারায়ণগঞ্জ। ঋতুচক্রের নিয়মে এটাই প্রতিবছর ঘটে। কিন্তু এ বছর শীতের ওই বাতাস ঠেকিয়ে দিচ্ছে বঙ্গোপসাগর। তিন দিন আগে সেখানে সৃষ্ট গভীর নিম্নচাপটি শীতের ওই বাতাস তো আটকে দিচ্ছেই, সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি ঝরাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, আজ রোববার ও আগামীকালও এই বৃষ্টি চলবে। আজ দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে।
এদিকে পরিমাণ কম হলেও গতকাল শনিবার সারা দিন নারায়ণগঞ্জসহ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হয়েছে। তবে শিল্পনগরীর ভোগান্তি মোটেই কম ছিল না। সামান্য বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার পথ-অলি-গলি কাদায় মাখামাখি হয়ে গেছে।