আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধ অটোরিক্সা গ্যারেজের অন্তরালে জুয়ার আসর

অপরাধ প্রতিবেদক

রাতকে করেছে দিন আর দিনকে করেছে রাত। প্রাকৃতিক যত নিয়মকে নিজেদের ইচ্ছে মতো করে বদল করেছে তারা। তাদের মানসিক অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা যা ভাবছে সবই যেন বাস্তবসম্মত মনে হচ্ছে। স্বাভাবিক নিয়মে মানুষ যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন তাদের জন্য তখন সুপ্রভাত। তাদের জীবনে নেই কোন কর্মচাঞ্চল্যতা, তারা করেছ দিনকে রাত আর রাতকে করেছে দিন এটাই এখন তাদের চরম বাস্তবতা। কথাগুলো হচ্ছিল নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন চাঁনমারী মাউরাপট্টি এলাকার নাছির, খোরশেদ, মোরশেদ, রিমন, মজিদের নিয়ে। চাঁনমারী মাউরাপট্টি এলাকার নাছির ও ২০০১ সনের পর জামায়েতপন্থী (বর্তমানে আওয়ামী দাবিদার) মাউরা দাউদের নেতৃত্বে বিশাল এক গ্যাং প্রতিষ্ঠা করেছে খোরশেদ, মোরশেদ, রিমন ও মজিদদ্বয়েরা। অত্র এলাকার মাদক ব্যবসা, অবৈধ জুয়ার বোর্ড, অবৈধ অটোরিক্সা গ্যারেজসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করছে তারা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁনমারী মাউরাপট্টিস্থ রেল লাইনের ওপারে পরিত্যাক্ত খালের পাশে টিন সেড দ্বিতল ঘর নির্মান করেছে নাছির। উক্ত টিন সেড ঘরের নিচ তলায় অবৈধ অটো রিক্সা গ্যারেজ ও ঝুট ব্যবসা করছে এবং দ্বিতীয় তলায় বিশাল জুয়ার মজলিস স্থাপন করেছে। প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উক্ত জুয়ার আসরে লক্ষ লক্ষ টাকার জুয়ার বাণিজ্য হচ্ছে। অপর দিকে এই নাছির অত্র এলাকায় ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে বিস্তৃীর্ন ডিস ব্যবসাও পরিচালনা করছে বলে জানা যায়।

এছাড়া এক সময়ের জামায়েতপন্থীর রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা মাউরাপট্টির মাউরা দাউদ বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের ড্রেস কোড তথা মুজিব কোর্ট পরছে। ক্ষমতাসীনদের বিভিন্ন মিছিলে যোগদান করছে। আর এতেই তিনি এলাকায় প্রচার করছেন তিনি মাউরা দাউদ সরকারি দলের লোক। মাউরাপট্টি এলাকায় একটি টর্চার সেল আছে এই দাউদের। দাউদের উক্ত টর্চার সেলের সার্বিক দায়িত্বে রয়েছে তারই ছেলে শরীফ। রিক্সার গ্যারেজের অন্তরালে মাউরা দাউদ তার বিরোধীদের টর্চার সেলে নিয়ে এসে ব্যাপক নির্যাতন কর্মকান্ড পরিচালনা করে থাকে বলে অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন পূর্বে দাউদ ও তার ছেলে এক রিক্সা চালককে অহরণ করে ৪ দিন তাদের টর্চার সেলে আটকে রেখে ব্যাপক নির্যাতন করে। এক পর্যায়ে রিক্সা চালকের স্ত্রীর ফতুল্লা মডেল থানায় গিয়ে অভিযোগ করলে ফতুল্লা মডেল থানার হস্তক্ষেপে গভীর রাতে উক্ত রিক্সা চালককে উদ্ধার করা হয়। এছাড়া মাউরা দাউদের ছেলে শরিফের বিরুদ্ধে তার স্ত্রী পারিবারিক মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

অপর দিকে মাউরা দাউদের ছোট ভাই ইয়াবা ব্যবসায়ী মজিদের অপতৎপরতায় এলাকাবাসী অতিষ্ঠ। এলাকার কেউ যদি ইয়াবা সেবন কিংবা কোন কথা না শুনলেই ধরে নিয়ে আসা ব্যাক্তিদের বেধড়ক মারপিট করে। এছাড়া খোরশেদের অবৈধ অটোরিক্সা গ্যারেজে সর্বক্ষনিক, মোরশেদ, রিমন, মাদক ব্যবসা, অবৈধ জুয়ার বোর্ড পরিচালনা করছে বলে জানা যায়। অভিযোগের বিষয়ে চানঁমারি

মাউরাপট্টির এলাকার নাছিরের একাধিক ফোন নাম্বারে যোগাযোগ করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

মাউরা দাউদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গার্মেন্সে এর জুটের ব্যবসা করি আমার কোন রিক্সার গ্যারেজ নাই। তবে আমার ছেলে শরিফের আছে আর আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে ব্যবস্থা নেবে।

এছাড়া আমাদের কোন টর্চার সেল নেই তবে আমার ছেলের বিরুদ্ধে একটি পারিবারিক মামলা রয়েছে যা আমার ছেলে বৌ করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিক জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে। এছাড় চাঁনমারি এলাকার অপরাধ মূলক কাজ জড়িতদের বিরুদ্ধে অভিযান করা হয়েছে প্রয়োজনে আবার অভিযান পরিচালনা করা হবে।