আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবৈধভাবে বালু উঠানোর অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উঠানোর অভিযোগে রূপগঞ্জের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার উপজেলার শাঝিনানদীরপাড়া এলাকায় করিম এসফল্ট এন্ড রেডিমিক্স লি. নামের প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আতিকুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রসুল মুচলেকা দিয়ে বালু উত্তোলনের ড্রেজারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদী তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের মাঝিনানদীর পাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের প্রকল্প ভরাট করে আসছিল করিম এসফল্ট এন্ড রেডিমিক্স লি.। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ, আনসার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(সংবাদচর্চা/২জুন/এম)