আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে দেশে ফিরলেন এরশাদ

অবশেষে দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ । ভোটের তিন দিন আগে দেশে ফিরে এলেন।সম্প্রতি তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।

গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক এই রাষ্ট্রপতি। সিঙ্গাপুর থেকে ১৬ দিন পর দেশে ফিরলে তাঁকে জাতীয় পার্টির নেতারা স্বাগত জানান।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাঁর সঙ্গে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলামও ফিরেছেন।

গত ১০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু পরে সাংবাদিকদের বলেন, এরশাদ সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো। সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে। চিকিৎসকরা তাঁকে ছাড়পত্র দিয়েছেন। এক মাসের ওষুধ দেওয়া হয়েছে। এক মাস পর সিদ্ধান্ত হবে, আবার যেতে হবে কি না।