আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধী- পুলিশের সখ্য শেষ

সংবাদচর্চা রিপোর্ট:
এক সময় পুলিশের এস.আই ও এ.এস.আইরা অপরাধীদের আস্তানায় গিয়ে বসে থাকতো। সখ্য রাখতো তাদের সাথে। তেল চোর, জুয়ার আয়োজনকারী, মাদক বিক্রেতারাও এ থেকে বাদ ছিলো না! তবে পুলিশ সুপার হিসেবে মো. হারুন অর রশীদের যোগদানের পর থেকেই পুরোনো সেই প্রেক্ষাপট বদল হতে শুরু করে। এবার এই বিষয়ে আরো কঠোর হচ্ছে জেলা পুলিশ। অপরাধী আর পুলিশের দোস্তি দেখলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা। পুলিশের উর্দ্ধতন সূত্র এমনটিই জানিয়েছে।

জানা যায়, বিগত সময় ছিলো অপরাধীদের অভয়ারন্য ছিলো নারায়ণগঞ্জ। প্রকাশ্যে চাঁদাবাজী থেকে শুরু করে, রমরমা মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, ছোট বড় জুয়ার আসর, ছিনতই রাহাজানি সহ ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো এই নগরীতে। যারা এই অপরাধ অপকর্মের সাথে জড়িত ছিলো তারা ছিলো প্রভাবশালীদের ছত্রছায়ায়। যার করনে ভূক্তভোগী সাধারণ মানুষ তদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে কোন প্রকার প্রতিবাদ কিংবা ঘটনার বিষয়ে পুলিশ জানাতে ভয় পেতো। বিগত সময় যারা এহেন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলো তাদের ব্যাপক সখ্যতা ছিলো তৎকালীন বেশ কিছু পুলিশ সদস্যদের সাথে। তবে সেই প্রেক্ষপট এখন অনেকটাই পরিবর্তনের দিকে। জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জে যোগদানের পর থেকে ধীরে ধীরে পুরনো সেই চিত্র কিছুটা পরিবর্তন হতে থাকে। পুলিশের কঠোরতায় নারায়ণগঞ্জ নগরীর অপরাধ প্রবণতা কমতে শুরু করে। পুলিশের ভাষায়, ঘুরে দাঁড়িয়েছে পুলিশ।
পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) সাজ্জাদ রোমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পুলিশ সুপারের বরাত দিয়ে লেখেন, নারায়ণগঞ্জে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ। পুলিশ-অপরাধীর দোস্তি যেন না হয় সে ব্যবস্থা করা হচ্ছে।