আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

এদেশে কোনো অন্যায়-অবিচার বরদাস্ত করা হবে না,প্রধানমন্ত্রী

অন্যায়-অবিচার

এদেশে কোনো অন্যায়-অবিচার বরদাস্ত করা হবে না,প্রধানমন্ত্রীঅন্যায়-অবিচার

সংবাদচর্চা ডেস্ক:

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বলেন এদেশে কোনো অন্যায়-অবিচার বরদাস্ত করবো না ।যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা বেহেস্ত নয়, দোজখে যাবে।

প্রধানমন্ত্রী বলেন,আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছি।   বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি

শেখ হাসিনা বলেন, ইসলাম জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয় না। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। আওয়ামী লীগ শান্তি চায়। শান্তি থাকলে উন্নয়ন হবে। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ