আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ফুটবলে অনুমোদনহীন বিদেশি পতাকা উড়ানো বন্ধে হাইকোর্টে রিট

অনুমোদনহীন বিদেশি পতাকা উড়ানো বন্ধে

অনুমোদনহীন বিদেশি পতাকা উড়ানো বন্ধে

সংবাদচর্চা রিপোর্ট:

ফুটবল সবার প্রিয় খেলা। দর্শকরা তাদের প্রিয় দলের পতাকা উড়িয়ে নিজেদের অবস্থানের জানান দেন। কিন্তু রাশিয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিদেশি পতাকা অনুমোদনহীন উড়ানো বন্ধের নির্দশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চে এ আবেদনের শুনানি হবে। মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন নামে এক ব্যাক্তি এ রিট করেন।

আবদনে বলা হয়েছে, অতীতে দেখা গেছে ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে বিভিন্ন দলের সমর্থকরা সে দেশের পতাকা বিভিন্ন স্থানে উড়ান। বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলনের সুযোগ নেই। আর যদি করা হয় তাহলে সরকারের বিশেষ অনুমোদন নিতে হবে।