আজ বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অনির্বাণ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রাম এর রৌমারি উপজেলার দুর্গম চরে ত্রান দেওয়া হয়।

অনির্বাণ ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩০ আগস্ট রংপুর বিভাগের কুরিগ্রাম জেলার রৌমারি উপজেলার বন্যা দুর্গত প্রায় ৩০০ পরিবারের মধ্যে ত্রান বিতরন করে তারা। উল্লেখ্য, দেশব্যাপী বন্যায় কয়েক লাখ পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। আর এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। যার একটি উদাহরণ অনির্বাণ ফাউন্ডেশনের সহায়তায় এন.পি.এস (ব্যাচ’৯২) গত তিন সপ্তাহ ধরে নিজস্ব উদ্যোগে ত্রানের জন্য ফান্ড সংগ্রহ করে।

সংগ্রহকৃত ফান্ডের সহায়তায় দুঃস্থদের জন্য চাল, ডাল, চিড়া, আলু, লবন, সয়াবিন তেল, চিনি, খাবার স্যালাইন, বিস্কিট, লাইটার, বাচ্চাদের দুধ, সেমাই ও শুকনো মরিচ ক্রয় করে প্রতিটি পরিবারের জন্য প্যাকেট করা হয়। পরে ৩০ আগস্ট বন্যা কবলিত দুর্গম এলাকাগুলো ঘুরে অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন অনির্বাণ ফাউন্ডেশন এর  অনিক,খালেদ মাহমুদ সহ বিল্লাল, আরাফাত, সাব্বির, জাকির,সামির, জীবন, ইমন,মুক্তার, রাশেদ সহ আরো অনেকে ….. এই অনির্বাণ ফাউন্ডেশন সংগঠন দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাবে ..

স্পন্সরেড আর্টিকেলঃ