অনলাইন রিপোর্ট:
রমজান মাস সামনে রেখে কোরআন শেখাতে ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। ওয়েবসাইটের মাধ্যমে কোরআনের ওপর ক্লাস করার সুযোগ মিলবে এখানে। সকাল ৮টা থেকে রাত ৮টায় তিন শিফটে পুরুষ ও নারী শিক্ষকরা ক্লাস নেবেন।
আরব আমিরাতের সব সম্প্রদায়ের সদস্যরা এ ক্লাস করার সুযোগ পাবেন। এ জন্য তাদের দরকার হবে একটি স্মার্ট ফোন কিংবা একটি কম্পিউটার এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগ। কোরআন মুখস্থ করার জন্য কর্তৃপক্ষ একটি সিলেবাস প্রণয়ন করেছে।
রমজান উপলক্ষ্যে আল ফিরদৌস নামে একটি মসজিদও খুলে দেয়া হয়েছে। এতে একসঙ্গে সাড়ে তিন হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবে।