আজ মঙ্গলবার, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অতিরিক্ত ডিআইজিকে এসপির শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট: ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার ৫ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম । এসময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।