আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা অটো-রিক্সা মালিক শ্রমিক ইউনিয়নে উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও নেওয়াজ বিতরন

অটো-রিক্সা মালিক

অটো-রিক্সা মালিক

নিজস্ব প্রতিবেদক:

২০ আগষ্ট সোমবার দুপুরে ইউনিয়নের প্রধান কার্যালয় সমূখ স্থলে দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠানে সভাপতি, রিপন সরদারের সভাপতিত্বে, পধান অতিথি হিসেবে জাকিরুল আলম হেলাল সাংগঠনিক সম্পাদক মহানগর আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসেবে শাহাদাৎ হোসেন সজনু সভাপতি, শহর যুবলীগ, নারয়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস চালক সমিতি নেতা লিটন, আরিফুজ্জামান আরিফ, সম্পাদক দৈনিক ভোরের কথা, অটো-রিক্সা মালিক সমিতির সহ-সভাপতি নুরু পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কোষাধ্যক্ষ হারুন সহ অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর ৪৩ বছর পরও খুনিরা অধরা। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে খুন করতে পারলেই বাংলাদেশ হয়ে যাবে পাকিস্থান। তাদের ধারণা ছিল সম্পূর্ন ভূল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশকে আজ উন্নয়নের মহাসড়কে পৌছে দিয়েছে। বঙ্গবন্ধু বেচেঁ থাকলে আমরা অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিনত হতাম। সামনে নির্বচন বিএনপি ক্ষমতায় এলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। লাখ লাখ মানুষ প্রান হারাবে। সাধারণ মানুষের বসতবাড়ি দখল করে নিয়ে যাবে। বঙ্গবন্ধুর কিছু সংখ্যক খুনিদের বিচার কার্যক্রম চললেও মূল হোতারা রয়েছেন অধরা। খুনিরা এখনও নানা রকম ষড়ঝন্ত্র করে যাচ্ছে। তাই সকলে জননেতা সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য শেষে দোয়া ও নেওয়াজ বিতরন করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।