আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অচিরেই পাট শিল্প হারানো গৌরব ফিরে পাবে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাঙালিদের পাটের টাকায় পাকিস্থানের উন্নয়ন হয়েছে। স্বাধীন বাংলাদেশে পাট শিল্প পিছিয়ে থাকতে পারে না। পাট শিল্পের আধুনিকায়নে নানা মুখী পদক্ষেপ নেয়া হয়েছে। পাট জাত পণ্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে পাটের চাহিদা বাড়ছে। চাষী এবং পাট কলের মালিকদের  স্বল্প সুদের ঋণদানের ব্যবস্থা করা হয়েছে। অচিরেই পাট শিল্প তার হারানো গৌরব ফিরে পাবে।

সোমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাট জাত পণ্যের স্টল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,  দেশ কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পাট শিল্পের বিকল্প নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পাট জাত পণ্যের নতুন নতুন ডিজাইন তৈরী করতে হবে।

দেশ বাসীকে পাট জাত পণ্যের ব্যবহারের জন্য আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।