আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

অগ্নিকান্ড পরিদর্শনে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এখানে প্রায় ১৫ কোটি টাকার উপরে পাইপ রয়েছে। কতগুলো রক্ষা করতে পারবো সেটা বলা যাচ্ছে না। বহু দ্রুত আগুন ছড়াচ্ছে। তবে এখনও আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে জানা যায়নি।’

শুক্রবার (২৩ নভেম্বর) বিকালে বিআইডব্লিউটি’র জেটির ভেতরে অগ্নিকা- পরির্দশনে এসে একথা বলেন নৌমন্ত্রী শাহজাহান খান। এসময় জেলা প্রশাসক রাব্বি মিয়া ও বিআইডবি¬উটি’র লোকজন উপস্থিত ছিলেন।

নৌমন্ত্রী শাহজাহান খান জানান, আমরা নতুন অনেক ড্রেজার সংগ্রহ করেছি। এখানে সব ড্রেজারের ৪৮ হাজার পাইপ আছে। পাইপ গুলো ইটালি থেকে আনা এসকল পাইপ গুলোর মূল্য প্রায় ১৫ কোটি টাকার উপরে।
ফায়ার সার্ভিস বলেছে, দুপুরের দিকে খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে তিনটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠায়। পরে আরও ৫টি গাড়ি পাঠানো হয়। এখন ম-লপাড়া, হাজীগঞ্জ ও আদমজীর ৮টি ইউনিট কাজ করছে।

দুপুর সাড়ে ৪টায় সময় খবর নিয়ে জানা গেছে, তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। বরং আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।