আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ শ্রমিকের মুক্তিতে চাষাঢ়ায় সমাবেশ

ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লার ফকির নীটওয়ার লিমিটেডের কারাবন্দিদের মধ্যে ৪জন শ্রমিক ভার্চুয়াল কোর্ট থেকে জামিনে মুক্তি লাভ করেছে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) ১০টায় নারায়ণগঞ্জ গার্মেন্ট শ্রমিক টিইউসি’র উদ্যোগে ফকির নীটের অর্ধশতাধিক শ্রমিক চাষাড়া শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।

এসময় ফকির নীটওয়ার লিমিটেডের কারাবন্দিদের মধ্যে ৪ জন শ্রমিক ভার্চুয়াল কোর্ট থেকে জামিনে মুক্তি লাভের সংবাদে শ্রমিক ও নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে কারামুক্ত শ্রমিক শফিকুল ইসলাম, মামুন, দেলোয়ার হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। কারামুক্ত শ্রমিকদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, পোশাক কারখানার মালিকরা পরিকল্পিতভাবে শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের গ্রেপ্তার করিয়ে হয়রানি করেছে। দুর্যোগ পরিস্থিতির মধ্যে অমানবিক ভাবে শ্রমিকদের চাকুরিচ্যুত করে তাদের পাওনা থেকে বঞ্চিত করে চলেছে। তারা বলেন, যে শ্রমিকরা অর্থনীতির চাকা ঘুরায় সেই শ্রমিকদেরকে এই দুঃসময়ে কর্মহীন করা ও শ্রমিক স্বার্থবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে না। শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে নিষ্ঠুর খেলা বন্ধ করে সরকার ও কারখানা মালিকদের দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। মহামারিকালে যেসব শ্রমিকদের ছাটাঁই করা হয়েছে তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় শ্রম আইন অনুযায়ী চাকুরির ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যার ফলে শ্রমিকরা ব্যাপকভাবে করোনায় আক্রান্ত হচ্ছে। তাদের জীবন রক্ষায় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আক্রান্তদের চিকিৎসা ও চাকুরির নিশ্চয়তা দিতে হবে। নেতৃবৃন্দ শ্রমিক ছাঁটাই, হয়রানি বন্ধ ও ফকির নীটের মিথ্যা মামলা তুলে নেওয়া সহ সকল কারখানা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের বাসস্থান-রেশনিং ও চিকিৎসার জন্য আলাদা বরাদ্দ অন্তর্ভুক্ত করে চুড়ান্ত বাজেট প্রণয়নের দাবি জানান।

এসএমআর