আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হিরো আলম! সানি লিওনের কাছে কি চায়?

সম্প্রতি ‘মার ছক্কা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া হিরো আলম সুযোগ পেলে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নাচতে চান। একটি রেডিও চ্যানেলের লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে রেডিও জকি হিরো আলমকে নেচে দেখাতে বললে তিনি বলেন, ‘নাচতে আগ্রহী না তবে সুযোগ পেলে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নেচে দেখাবো।’

রেডিও জকি মজা করে বলেন, ‘আপনি জানেন জেমস ক্যামেরুন আপনাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী!’ উত্তরে হিরো আলম বলেন, ‘শুধু জেমস ক্যামেরুন কেন, যেই ক্যামেরুনই বলবে তার সিনেমা করবো।’

দেশের বাইরে কোন দেশে আগে সিনেমা করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভারতে, সেখানে আমার অনেক ভক্ত আছে।’