আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিরো আলমকে কান ধরালো

নিজস্ব প্রতিবেদক:

তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে ওঠবস করানোর পর বেধরক মারধর করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে ৷ এ ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন।
হিরো আমল বলেন, আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করলো। তারা বলতেছে যে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। কেউ যদি ভিডিও ফুটেজ দেখাতে পারেন আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিছি, গালি দিছি… তাহলে আমি পুরো বগুড়া শহর আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরবো।

যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন হিরো আলম। তিনি আরও বলেন, আমাকে হত্যা করার উদ্দেশে হামলা করা হয়েছে। আমরা ফুটেজ দেখেছি। যারা মেরেছে তাদের চেহারা দেখেছি। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা হবে।
ক্ষমতায় আসার আগে বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের পাওয়ার বেড়ে গেক্ষমছে। বিএনপি তায় আসার আগেই তাদের লোকজন আমাকে মারধর শুরু করেছে।