বিপ্লব হাসান : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকায় একটি পেপার মিলে গ্যাস বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও আরো চার শ্রমিক আহত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার হাটাব এলাকার পারটেক্স পেপার মিলে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত হলেন, শরীয়তপুর জেলার দৌলতপুর উপজেলার বহেসপাড়া এলাকার বেলায়াত হোসেনের ছেলে এবাদুল্লাহ।
আহতদের উদ্ধার করে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের পরিচয় পাওয়া যায় নি । এ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তাদের পরিচয় গোপন রাখার চেষ্টা করছে । এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পারটেক্স পেপার মিলের গ্যাস সংযোগে লিকেল ছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়ে একজন নিহত হয়।
আহত হয় আরো ৪জন। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘঁনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।