টি.আই.আরিফ:
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। তিনি বলেন, রূপগঞ্জের হাটাবতে শীলতক্ষ্যা নদীর পাড়ে ৮৬ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। হাটাবতে এই খাস জমিতে ‘ইউএনও পার্ক রূপগঞ্জ’ নির্মাণ করা হবে। এই পার্কের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলীকে পার্ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন ইউএনও।
সাইফুল ইসলাম আরও বলেন, জাল নোট শনাক্ত করার জন্য প্রশাসন সতর্ক থাকবে। প্রত্যেকটা হাটের ইজারাদারকে জাল নোট শনাক্তের মেশিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কুরবানীর বর্জ্য ,চামড়া, পশুর হাট ও জাল নোট নিয়ে আলোচনা করা হয়। এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এক হাটের গরু জোর করে আরেক হাটে নেওয়া যাবে না। পুলিশ সতর্ক আছে।
এসময় উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।