নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের স্বেচ্ছা সেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন
সোমবার সকালে নগরীর ২নম্বর রেলগেট জেলা ও মহানগর আওয়ামীলীগের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর আওয়ামীলীগের স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, আমাদের অনেক নেতারা তাদের বক্তব্যে বলেছেন আমাদের মাঝে হাই ব্রীড নেতায় ভরে গেছে। হাই ব্রীড নেতা নামের কাউয়া থাকবে না। আমার দুঃসময়ের নেতারা থাকবে। আমি যখন মহানগরের ওয়ার্ড পর্যায়ে কমিটির জন্য সভাপতি সেক্রেটারি ঠিক করি, তখন তাদের আরো ৬ জন সভাপকি সেক্রেটারি দাড়িয়ে যায়। হাই ব্রীড কাউয়া নেতারা এত তোমদি করে ভাষায় প্রকাশ করা যায় না। তাই আমরা কোন হাই ব্রীড নেতা দেখতে চাই না। তিনি আরো বলেন, একটা কথা খেয়াল রাখবেন বাবা যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হবে। স্কুলের শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শেখ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক এস.এম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক বুলবুল আহমেদ, সহ- আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, সহ প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু প্রমুখ ।