সংবাদচর্চা রিপোর্ট :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১৩নম্বর সেক্টর ভোলানাথপুর এলাকা থেকে জমি ও প্লট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাশেদকে(৪৬) দুর্বৃত্তরা অপহরণ করে ৭০লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় গত ২৭জুন শুক্রবার রাতে পূর্বাচলের বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৬জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ভোলানাথপুর গ্রামের বাক্কা মিয়ার ছেলে সাব্বির হোসেন(৩১), শান্ত (৩৩), ফরিদ মিয়ার ছেলে রনি মিয়া(২৬), রমজান মিয়ার ছেলে রাসেল মিয়া(৩১), লায়লা বানুর ছেলে রনি আহম্মেদ(২৫) ও শিমুল মিয়া ওরফে শিবলু(২৮)।
পুলিশ জানায়, পূর্বাচলের ব্যবসায়ী রাশেদুল ইসলামের ভাতিজি স্কুল ছাত্রী সুবর্ণা আক্তার(১৬) ধর্ষণ ও হত্যা মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। এর জের ধরেই গত ২৭জুন শুক্রবার রাতে ওই আসামীরা সুবর্ণা আক্তারের চাচা রাশেদুল ইসলাম রাশেদকে অপহরণ করে নিয়ে যায়। পূর্বাচলের ১৩নম্বর সেক্টরের নির্জন বাগানবাড়িতে আটকে রেখে দুর্বৃত্তরা রাশেদুল ইসলাম রাশেদকে মারপিট, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ৭০লাখ টাকা চাঁদা দাবি করে। এদিকে রাশেদুল ইসলামের আত্বীয়স্বজনরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে পুলিশ ৬দুর্বৃত্তকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানা ওসি মোঃ তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযান চালিয়ে এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।