সোনারগা প্রতিনিধি: ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় মালবাহি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কবির হোসেন (২৫) নামের যুবক নিহত হয়েছে।
কাচঁপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট পঙ্কজ জানান,সকাল আনুমানিক ১১ টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় পণ্যবাহি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কবির নামের যুবকের মৃত্যু হয়েছে।নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে ট্রাকটি (রেজি নং ঢাকা মেট্রো-ট-১৫-৩৮৪২) আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।নিহত কবির হোসেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ণের নানাখী গ্রামের মো.শিরাজুল ইসলামের ছেলে।