আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্ঘটনা কমাতে চালক-হেলপারদের সাথে ট্রাফিক পুলিশের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা রোধে

সংবাদচর্চা রিপোর্ট:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পরিবহন চালক ও হেলপার অংশ নেন।

প্রশিক্ষন কর্মশালায় বক্তারা বলেন, সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে।পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোন ধরনের দূর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে।অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না। সবাইকে  ট্রাফিক আইন মেনে চলতে হবে।

এসময়  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের এএসপি আব্দুর রশিদ (পিপিএম), নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা, টিআই মোঃ শরিফ উল ইসলাম, টিআই মোঃ জিয়াউল করিম, এটিএসআই মোঃ শাহজাহান, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেন্টু বেপারী, যুগ্ম সম্পাদক মামুন হাওলাদার ও মোঃ আফাজউদ্দিন প্রমূখ।