আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছা সেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছা সেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার নারায়নগঞ্জ রায়ফেল ক্লাবের কনফারেন্স রুমে বিকেল ৪টায় এই জরুরি সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ জুলাই রবিবার কদমতলী এম.ডব্লিউ স্কুল মাঠে জনসভা কর হবে বলে জানা যায়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ বক্তারা বলেন, সর্ব প্রথম নারায়ণগঞ্জে সবচেয়ে বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে। তারই প্রেক্ষিতে ২৭জুলাই পালিত হবে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জ যুব লীগ, ছাত্র লীগের পাশাপাশি সেচ্ছাসেবক লীগের যেনো আলাদা ভাবে একটা নাম হয়। ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সবাই যেনো ব্যানার ফেস্টুন নিয়ে আসে। সেচ্ছাসেবক লীগের অনুষ্ঠান যাতে অত্যান্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে পালিত হয় এসকল বিষয় নিয়ে আলোচনা করেন

নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আল সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃশিব্বির আহমেদ, সহ-সভাপতি মোঃ মানিক শেখ, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম পলাশ, যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়, প্রচার সম্পাদক মোঃ আল-আমিন, মোঃ ইমরানুর রশীদ, মোঃ রাকিবুল হাসান রেসিন, সজীব মোল্লা, আব্দুল ওয়াদুদ মামুন, এস.আলম রাসেল, মাকসুদ আলম রনি, কাজী ওয়াসিম, বুলবুল, মোঃ রাখিম মিয়া, এড. নজরুল ইসলাম, নাজমুল হাসান, উকুল চন্দ্র দে, সুবাস চন্দ্র সাহা, নাদিম শেখ, আমীর হোসেন, ইফতেখার, ইঞ্জিনিয়ার আলমগীর প্রমুখ।